দেশের সর্ববৃহৎ ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল এর নির্মাণ কাজ সম্পন্ন করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
পোষ্ট তারিখ -2021-04-27

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) এর অক্লান্ত পরিশ্রমে নির্মিত দেশের প্রথম এবং সর্ববৃহৎ ICU সুবিধা সম্পন্ন "ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল "মহাখালী,ঢাকা এর উদ্বোধন হয় গত ১৮ এপ্রিল,২০২১ খ্রিঃ । স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক এই হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন। এতে প্রাথমিক ভাবে চালু হয় ২২৮ বেডের ICU ও HDU (৫১ টি ICU ও ১৭৭ টি HDU), সেন্ট্রাল অক্সিজেন সুবিধা সম্পন্ন সাধারন ওয়ার্ড, জরুরী বিভাগ, প্যাথলজি, এক্সরে,সিটি স্ক্যান,আরটি-পিসিআর ল্যাব। উল্লেখ্য হাসপাতালটির প্রত্যেক ICU বেডের জন্য সমান সংখ্যক CCTV দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে। এছাড়াও হাসপাতালটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং ফায়ার ডিটেকশন এবং প্রোটেকশন ক্ষমতা সম্পন্ন।
