
গত ২২ মার্চ ২০১৭ খ্রিঃ তারিখে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।দিবসটি উপলেক্ষ্যে পূর্বাহ্নে এইচইডি প্রধান কার্যালয়ে লিফট চালুকরণ সেবা ও SMS Broadcasting Service আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এইচইডি এর প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, পিএসসি। উক্ত অনুষ্ঠানে এইচইডি প্রধান কার্যালয়, সার্কেল-১, ঢাকা ও ঢাকা সিটি বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে প্রধান কার্যালয়ের মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় রাজধানী একটি হোটেলে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম, এমপি মহোদয়। উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি মহোদয়, সচিব মহোদয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর/প্রতিষ্ঠানের মহাপরিচালক/প্রধানগণ এবং এইচইডি প্রধান কার্যালয়, সার্কেল-১, ঢাকা ও ঢাকা সিটি বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এইচইডি এর প্রাক্তণ প্রধান প্রকৌশলীগণ ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প কাজের ফটো গ্যালারী পরিদর্শন করেন মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম, এমপি মহোদয়। দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম, এমপি মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি মহোদয়, সচিব মহোদয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর/প্রতিষ্ঠানের মহাপরিচালক/প্রধানগণ। আলোচনা সভায় মাননীয় মন্ত্রী মহোদয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, পিএসসি মহোদয় এইচইডি এর কর্মকান্ডে সার্বিকভাবে সহযোগিতা প্রদান ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করায় সভায় উপস্থিত মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, সচিব ও মহাপরিচালকগণসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
