পার্শোনেল ( প্রশাসনিক ) শাখা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অবকাঠামো নির্মাণ, উন্নীতকরণ এবং বিদ্যমান অবকাঠামো সম্প্রসারণসহ মানসম্মত মেরামত ও রক্ষণাবেক্ষনের মাধ্যমে স্থাপনাসমূহকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের উপযোগী করার লক্ষ্যে এইচইডি’র উপর ন্যস্ত দায়িত্বসমূহ সুষ্ঠুভাবে পালনের জন্য প্রশাসনিক কাজসমূহ প্রধান কার্যালয়ের প্রশাসনিক বিভাগ করে থাকে।
কার্যাবলীঃ
১. কর্মকর্তা/কর্মচারীদের পদসৃষ্টি, পদোন্নতি ও বদলী;
২. নতুন নিয়োগ (৩য় ও ৪র্থ শ্রেণী);
৩. পিআরএল মঞ্জুর, পেনশন, গ্রাচুইটি ইত্যাদি সংক্রান্ত;
৪. প্রশাসনিক শৃঙ্খলা জনিত কার্যক্রম;
৫. আইন/বিধি সংক্রান্ত;
৬. সাংগঠনিক কাঠামো সংক্রান্ত।
