ডিজাইন( তড়িৎ) শাখা
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িতব্য নির্মাণ, উন্নীতকরণ ও সম্প্রসারণ কাজের বৈদ্যুতিক নক্সা প্রনয়ন প্রধান কার্যালয়ের ডিজাইন (তড়িৎ) শাখা করে থাকে। দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলীগণ আধুনিক নক্সা সরঞ্জাম, হার্ডওয়্যার ও সফটওয়্যার এর প্রয়োগ করে বৈদ্যুতিক কাজের নক্সা প্রনয়ন করে থাকে।
কার্যাবলীঃ
১. প্রকল্প এলাকা জরিপ ও বৈদ্যুতিক নক্সা প্রনয়ন;
২. নক্সা অনুযায়ী প্রকল্প কাজ বাস্তবায়নে জটিলতা নিরসন;
৩. অনুমোদিত নক্সা মাঠ পর্যায়ে প্রেরণ;
৪. অনুমোদিত নক্সার মূল কপি সংরক্ষণ।
